Tuesday, August 27, 2019

বাংলা বানান ভুল সমস্যা দূর করবেন যেভাবে!

লিখন দক্ষতা


যারা নিজের বাংলা বানান ভুল সমস্যা নিয়ে চিন্তিত তারা একটু মনোযোগ দিয়ে স্মার্টলি বাংলা পড়লেই দেখতে পাবেন যে বাংলা বানান ভুল মূলত কয়েকটি উৎস থেকে হয়ে থাকে। তাই বাংলা পড়ার সময় মনোযোগ দিয়ে এই বিষয়গুলো মাথায় রাখলেই বাংলা বানান ভুল থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। আমিও একসময় প্রচুর বাংলা বানান ভুল করতাম; এখন আমি প্রায় পুরোপুরি শুদ্ধ বাংলা লিখতে পারি। বানান ভুল সমস্যা হতে মুক্ত হতে তাই নিম্নের লিস্টটি দেখুন এবং বাস্তব জীবনে এর উপর আমল করুন।

উৎসসমূহ:
১. ি, ী
২. ু, ূ
৩. জ, য
৪. ষ, স, শ
৫. ণত্ব বিধান ও ষত্ব বিধান না মানা সংক্রান্ত ভুল
৬. যুক্তাক্ষর সংক্রান্ত
৭. ঁ এর ব্যবহার সংক্রান্ত
৮. "ফলা" এবং "কার" এর একত্রে ব্যবহার সংক্রান্ত
৯. রেফ (র্) এবং হস (্) সংক্রান্ত
১০. ঃ এর ব্যবহার সংক্রান্ত

ধন্যবাদ | ভালো থাকুন
মোঃ মেহেদী হাসান,
এমসিএএস গবেষক ও লেখক।

No comments:

Post a Comment