Saturday, November 17, 2018

কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্য

তথ্যপত্র


তথ্যসমূহ:—
১. 'বিটলস' ব্যান্ডের অন্যতম গায়ক এবং ''১৯৭১ এর ১আগস্ট নিউইয়র্কের 'ম্যাডিসন স্কয়ার গার্ডেন' এর কনসার্ট ফর বাংলাদেশ" এর প্রধান গায়ক ছিলেন জর্জ হ্যরিসন।
২. কনসার্টে গাওয়া তার শেষ গান ছিল 'বাংলাদেশ বাংলাদেশ'।
৩. একাত্তরে বাংলাদেশে গণহত্যা, ধ্বংস আর হানাহানি বিপর্যস্ত করে তুলেছিল 'কনসার্ট ফর বাংলাদেশ' এর গায়ক রবিশঙ্করকে।
৪. 'বব ডিলান' ছিলেন কনসার্ট ফর বাংলাদেশ এর একজন গায়ক।
৫. 'ইমাজিন' নামক বিখ্যাত গানটির শিল্পী 'জন লেনন'; তিনি কনসার্ট ফর বাংলাদেশ এ থাকতে পারেন নি।
৬. জর্জ কীভাবে 'কনসার্ট ফর বাংলাদেশ' এর সঙ্গে জড়িয়ে পড়েন তা তিনি লিখেছেন তার নিজের আত্নজীবনী গ্রন্থ 'আই মি মাইন' তে।
৭. সেই সময়ে জর্জ তার 'রাগা' এ্যালবামের কাজ করছিলেন।
৮. জর্জ এই কনসার্টে ৮টি গান গেয়েছিলেন। এর একটি ছিল বব ডিলান এর সঙ্গে।
৯. বব ডিলান ৫টি গান গেয়েছিলেন।
১০. কনসার্টের শেষ পরিবেশনা ছিল জর্জ এর 'বাংলাদেশ বাংলাদেশ'। গানটি তিনি নিজেই লিখেছেন ও সুর করেছেন।
১১. ২০০৫ সালে নতুন করে প্রকাশিত হয়েছে " দ্যা কনসার্ট ফর বাংলাদেশ" এর এ্যালবামের ভিডিও।
১২. কনসার্ট ফর বাংলাদেশ এর ডিভিডি বিক্রির অর্থ জমা হয় "জর্জ হ্যরিসন ফান্ড ফর ইউনিসেফ" এ।
১৩. জর্জ হ্যারিসন এর স্ত্রী অলিভিয়া প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন ১৫ ফেব্রুয়ারি, ২০০৫ তে।
১৪. এই কনসার্টে ৪০ হাজার দর্শক উপস্থিত ছিল।
১৫. জর্জ হ্যারিসন ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর এর আমন্ত্রণে এই কনসার্ট এর আয়োজন করেন তাই তাঁরা দুইজন ছিলেন এর প্রধান উদ্যোক্তা।
১৬. 'ওই একদিনে পুরো বিশ্ব বাংলাদেশের নাম জেনে গিয়েছিল'— কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে একথা বলেছিলেন 'রবিশঙ্কর'।
১৭. বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।



No comments:

Post a Comment